ময়মনসিংহের ভালুকা উপজেলা দক্ষিণ হবিরবাড়ি বাইতুন নূর জামে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব ও প্রতিপক্ষের হামলায় ২ নারীসহ ৪ জন আহত হয়েছেন।

২ আগস্ট শুক্রবার দুপুর ১২টার সময় উপজেলার দক্ষিণ হবিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন যাবৎ দক্ষিণ হবিরবাড়ি বাইতুন নূর জামে মসজিদের বর্তমান ইমাম মাহমুদুর হাসানকে বাদ দেয়া নিয়ে মসজিদের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিনের সঙ্গে কয়েকজন মুসল্লির দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে শুক্রবার জুলহাস উদ্দিন মসজিদে আসার পর বাদল, বিল্লাল, হারুন, শহীদ, কাজল ও রবি তার ওপর হামলা করে। এ সময় জুলহাসকে রক্ষা করতে এসে তার মা ফাতেমা খাতুন (৬০) ও চাচি আম্বিয়া খাতুন (৬০) আহত হন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাদল জানান, জুলহাস কোনো কারণ ছাড়াই ইমাম সাহেবকে বাদ দিতে চেয়েছেন। আর আমাদের কথা হলো ইমাম সাহেব কী দোষ করছেন যে তাকে বাদ দিতে হবে? এ নিয়ে তার সঙ্গে আমাদের কয়েকদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল।

ভালুকা মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যুগান্তর

মন্তব্য করুন