নেত্রকোনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের গদাইকান্দি এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন তানিয়া আক্তার (৩৫) ও তাঁর ছেলে মোমেন মিয়া (১২)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তানিয়ার মেয়ে হাবিবা আক্তার (১৫)। তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অটোরিকশার চালকও আহত হয়েছেন।
নিহত তানিয়ার বাড়ি আটপাড়া উপজেলার সুনাজোর গ্রামে। তিনি হাবিবুর রহমানের স্ত্রী।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বলেন, আজ সকালে নেত্রকোনা থেকে তানিয়া তাঁর সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে আটপাড়া যাচ্ছিলেন। লক্ষ্মীগঞ্জের গদাইকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়া ও তাঁর ছেলে মোমেনের মৃত্যু হয়। তানিয়ার মেয়ে হাবিবা ও অটোরিকশার চালক আহত হন।
পুলিশ জানায়, বাসটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।