খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার এলাকায় টেক্সটাইল মিলের এক নারী শ্রমিককে (৩০) গণধর্ষণের অভিযোগে ২ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গত ১ এপ্রিল ওই নারী গণধর্ষণের শিকার হন।

 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘটনার পর গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন- রেজওয়ান (৩৬) ও আরিফ (৩০)। তাদের বাড়ি ওই এলাকায়।

তিনি আরও জানান, গণধর্ষণের শিকার ওই নারী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গণধর্ষণের শিকার ওই নারীর স্বামী নেই। তার ৪ সন্তান। তিনি একটি টেক্সটাইল মিলে কাজ করেন। করোনাভাইরাসের কারণে তাদের মিলটি বন্ধ রয়েছে। এ কারণে অনাহারে-অর্ধাহারে সন্তানদের নিয়ে দিন কাটছে তার। ১ এপ্রিল তিনি তার এক আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিতে তাদের বাড়িতে যান। এরপর বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন তিনি।

বি বার্তা২৪

মন্তব্য করুন