কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইয়াছিন দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকার গোলাপ মিয়ার ছেলে। শনিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

৮ আগস্ট রোববার সকালে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গত ২১ জুলাই দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে লাইকিতে ভিডিও করেন ইয়াসিন। পরে ইয়াছিনের আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে ‘অসন্তোস’ সৃষ্টি হয়৷

পরে ঘটনাটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে মসজিদের সিঁড়ি দিয়ে উঠে খোলা জায়গায় হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণীকে নাচতে দেখা যায়। এ ঘটনায় ওই তরুণীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়াছিনের লাইকি আইডিতে ৯ লাখ ৪২ হাজার ফলোয়ার রয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গত জুন মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদটি দেখতে অনেকেই সেখানে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন