নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া মহিলা বিএম কলেজে অধ্যক্ষ নিয়োগে আট বছর আগের তারিখে স্বাক্ষর না দেয়ায় নিয়োগ কমিটির সদস্য উমাকান্ত রায়কে উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছোট ভাই মেহেদী হাসান মুক্তি মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

এর প্রতিবাদে সংখ্যালঘু জনগোষ্ঠী হরিণচড়া ইউনিয়নের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১ টার দিকে হরিণচড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে প্রায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ।

মানববন্ধনে হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক অমরজীৎ সিংহের সভাপতিত্বে মারধোরের শিকার উমা কান্ত রায়, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ময়নুল হক, সাধারন সম্পাদক খয়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলীপ মুখোপাধ্যায়, যুব লীগ সভাপতি সামিউল ইসলাম বাবু, ওয়ার্ড সভাপতি বনোমালী রায়, সুবাস রায়, গবিন্দ রায়, ধরনীকান্ত রায় প্রমূখ বক্তব্য রাখেন।

তারা অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের ছোট ভাই মেহেদী হাসান মুক্তি হরিণচড়া মহিলা বিএম কলেজে গত ২০১৩ সালে ব্যবস্থপনা বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান। সম্প্রতি কলেজটি সরকারী এমপিওভুক্ত হলে, মুক্তি দলীয় ক্ষমতা দেখিয়ে গায়ের জোরে অধ্যক্ষ হতে চায় এবং তৎকালীন নিয়োগ কমিটির সদস্যদের কাছে ২০১২ সালের নিয়োগের ভুয়া কাগজ তৈরী করে জোর করে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। সদস্যরা স্বাক্ষর না দিলে রোববার রাতে উমাকান্তের বাড়িতে গিয়ে তাকে মারধর ও গালাগালি করে। এ সময় তারা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মুক্তির শাস্তি দাবী করেন তারা।

সময় নিউজ টিভি

মন্তব্য করুন