বগুড়ার নন্দীগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে আটকে রেখে ধর্ষণ করেছে বিবাহিত এক যুবক। ১৩ জুলাই শনিবার রাতে গ্রামবাসী ঘরের তালা ভেঙে ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পর থেকে ধর্ষক মোয়াজ্জেম পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, নন্দীগ্রাম উপজেলার বাঁশো দিঘীরপাড় গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০) পাশের ছোট চাঙ্গুইর গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর (১৫) সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার মোয়াজ্জেমের বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে রাতে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। ১২ জুলাই শুক্রবার রাতে ওই কিশোরীকে ধর্ষণ করে। শনিবার সারাদিন তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে। এদিকে, শনিবার সকাল থেকে পরিবারের লোকজন ওই কিশোরীকে খুঁজতে থাকে।

মানব জমিন

মন্তব্য করুন