মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ৪০ বছর বয়সী একজনের বিরুদ্ধে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

 

১২ সেপ্টেম্বর রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেছেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই তরুণীর বাবা নেই। মা এলাকায় মানুষের বাড়িতে কাজ করেন। মা বাড়িতে না থাকায় গতকাল দুপুরে প্রতিবেশী মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলী বাড়িতে প্রবেশ করে ওই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান।

ঘটনা জানাজানি হলে রাতে এ বিষয়ে সালিস করেন স্থানীয়রা। সালিসকারীদের একজন তৈয়ব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সবার সম্মতিতে স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসার অনুরোধ করলে আমরা মীমাংসা করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আব্দুল আলী তিন-চারটি বিয়ে করেছেন। আমরা এলাকার গণ্যমান্য কয়েকজনকে নিয়ে সালিসে বসলে সেখানে উভয়পক্ষ টাকার বিনিময়ে ঘটনা মীমাংসার কথা বলেন।’

অভিযুক্ত আব্দুল আলী দোষ অস্বীকার করলেও, তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সাদা কাগজে ১০০ টাকার স্ট্যাম্পে ওই তরুণী ও সালিসকারীদের স্বাক্ষর রাখা হয় বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন