যশোর সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে রকিব উদ্দিন নামের ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিলন কুমার মণ্ডল তাকে গ্রেফতার করেন।
সাংবাদিকদের কাছে ভুক্তোভোগী শিশুটি অভিযোগ করে, ২৬ অক্টোবর দুপুরে ‘হুজুর’ তাকে তার রুমে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন এবং প্যান্ট খুলে ফেলেন। এ সময় ভয়ে চিৎকার করলে হুজুর তার মুখ চেপে ধরে এসব কথা কাউকে বলতে নিষেধ করেন।
শিশুটির দাদা ও চাচা অভিযোগ করেন, শিশুটিকে মাদ্রাসার শিক্ষক রকিব ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানার পর তার মা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে কৈফিয়ত চান। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়। পরে ২৮ অক্টোবর সকালে সালিশ বৈঠকে রাকিব ঘটনা স্বীকার করেন। সেদিন বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এসআই মিলন কুমার মণ্ডল বলেন, মেয়েটিকে ওই মাদ্রাসার শিক্ষক ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুর শ্লীলতাহানির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।