সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রাউজানে সন্ত্রাসের মাত্রা হঠাৎ করে বেড়ে গেছে। রোববার রাতে উপজেলার হিঙ্গলা গ্রামে বৌদ্ধ ভিক্ষু দুলাল বড়ুয়া নিহত হওয়ার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ভীতির রেশ কাটতে না কাটতেই নোয়াপাড়া গ্রামের একটি পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে স্থানীয় এক সন্ত্রাসী বাহিনী মঙ্গলবার গভীর রাত অবধি জিম্মি করে লুটপাট চালিয়েছে। গ্রামের ঝিকুটিপাড়ার ২শ’ পরিবারের ১ হাজার ২শ’ লোককে স্থানীয় সন্ত্রাসী টিটোর বাহিনী চাঁদার দাবিতে রাত ১টা অবধি জিম্মি করে ভয়ভীতি দেখায়। পরে সন্ত্রাসীরা যাওয়ার সময় স্থানীয় এক মুদি দোকানির কাছ থেকে ৫০ হাজার টাকা ও একজন পশু চিকিৎসকের কাছ থেকে ১০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, রাত ৮টায় স্থানীয় সন্ত্রাসী ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি লুট, তাপ বিদ্যুৎ কেন্দ্রের টাকা লুটসহ ডাকাতি ও বিভিন্ন হত্যা মামলার আসামি কামরুল হাসান টিটোর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী ঝিকুটিপাড়ায় হামলা চালায়। সন্ত্রাসীরা গভীর রাত অবধি পাড়ার লোকজনকে অবরুদ্ধ করে লাখ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের অকথ্য ভাষায় গালাগাল করে।
সংবাদ, ২৫ এপ্রিল ২০০২