জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রীতিলতা হলের এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ওই হলের এক ছাত্রীকে অ্যাম্বুলেন্সের ভেতরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত নিরাপত্তা কর্মী গোলাম কিবরিয়াকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের আহ্বায়ক অধ্যাপক রাশেদা আখতার এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দিবাগত রাত ২টার দিকে অভিযোগকারী ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হল সুপার রোকেয়া বেগম অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করেন। অ্যাম্বুলেন্সে তার সঙ্গে হলের তিনজন নিরাপত্তা কর্মী ও আরেক ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে নিরাপত্তা কর্মী গোলাম কিবরিয়া ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন বলে লিখিত অভিযোগে জানানো হয়।

অভিযোগের বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘অনেক পরে অভিযোগের বিষয়ে শুনেছি। অভিযোগ সত্য নয়। যৌন নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি। আর অ্যাম্বুলেন্সে শুধু আমি একা ছিলাম না। আমার সাথে আরও পাঁচজন ছিলেন।’

যৌন নিপীড়ন বিরোধী সেলের আহ্বায়ক অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত কাজ শুরু করেছি। হলের আর কারো অভিযোগ থাকলে তা জানাতে বলা হয়েছে। গত ২৪ এপ্রিল তদন্ত কমিটি সভায় বসেছিল। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন