সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠার পর থেকেই গা ঢাকা দিয়েছেন প্রতিবেশী গ্যারেজকর্মী রুবেল হোসেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় আশুলিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার চারাবাগ এলাকার ভাড়া বাসায় ওই শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান রুবেল হোসেন।

রুবেল হোসেন (৪০) চারাবাগ এলাকার ভাড়া বাসায় থেকে একটি রিকশা গ্যারেজ দেখভালের কাজ করেন। তার গ্রামের বাড়ী নীলফামারি জেলায়।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী দশ বছরের ওই শিশু ও তার ছোট বোন ভাড়া বাসায় পরিবারের সাথে থাকে। বাবা পরিবহন শ্রমিক এবং মা পোশাক কারখানায় চাকরি করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা-মা কর্মস্থলে ছিলেন। এ সময় ভুক্তভোগী শিশু ও তার ছোট বোন ঘরেই ঘুমিয়ে ছিল। এই সুযোগে রুবেল ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যান রুবেল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার বলেন, ৯৯৯’এ কল পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। কিন্তু অভিযুক্ত ধর্ষক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন