নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি পূর্বপাড়া গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক মেহেদী হাসানকে (২২) আটক করেছে।

বুধবার (৩ মার্চ) দুপুরে এ খবর পেয়ে থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান এবং ধর্ষক মেহেদীকে গ্রেফতার করেন। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার রাত ১টায় মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ঘটনার দিন রাতে বাড়িতে মেয়েটি ছাড়া আর কেউ ছিল না। এ অবস্থায় মেয়েটি রাতে তার নিজ শয়নকক্ষে ঘুমাচ্ছিল। রাত ১টার দিকে বান্টি মধ্যপাড়া গ্রামের রিকশাচালক মনিরের বখাটে ছেলে মেহেদী হাসান (২২) বাইরে থেকে কৌশলে দরজার খিল খুলে ঘরের ভিতরে প্রবেশ করে এবং মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

রাত ৩টার দিকে ধর্ষিতার বাবা গাড়ি রেখে বাড়িতে ফিরে তার মেয়ের এই অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলা নিউজ

মন্তব্য করুন