ফেনী শহরের বাঁশপাড়ার মাদক সেবন ও মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলায় যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

 

১৮ মার্চ বুধবার সন্ধ্যায় পৌরসভার যুগান্তর অফিসে এ হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাওন নাথকে আটক করেছে।

যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদার জানান, বাঁশপাড়ায় একটি পরিত্যক্ত ঘরে জহর নাথের ছেলে শাওন নাথ ইয়াবা ও গাঁজা সেবন করে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করে। এ সময় বাঁশপাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মুকুলসহ কয়েকজন প্রতিবাদ করেন।

মাদক সেবনের খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালায়।

তিনি আরও বলেন, পুলিশের অভিযান চালানোর কারণে শাওন নাথ আমাকে সন্দেহ করে। বুধবার দুপুরে সে ফোন দিয়ে বলে তোমার রক্ত দিয়ে স্নান করব। পরে আমার অফিসে এসে অতর্কিত হামলা চালায়। আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে শাওনকে আটক করতে সক্ষম হলেও অপর দুজন পালিয়ে যায়।

পরে পুলিশকে খবর দেওয়া হয়। ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়েরের লিখিত অভিযোগ দেওয়া হয়। ফেনী মডেল থানার ওসি অভিযোগ গ্রহণ করেছেন।

যুগান্তর

মন্তব্য করুন