সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অশ্লীল ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ৪ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের ১০ম শ্রেণির ওই শিক্ষার্থীর কাছ থেকে প্রথমে ৪০ হাজার ও পরে ৩০ হাজার টাকা নেয় ৪ ধর্ষক। আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করলে তাকে কুপ্রস্তাব দেয় মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ। গত ২৭শে আগস্ট রাতে ওই শিক্ষার্থীকে পাশের বাড়ির বাঁশ বাগানে ডেকে নিয়ে একই গ্রামের হরমুজ প্রামাণিকের ছেলে রাকিব (২৮), বদিউজ্জামান মেজরের ছেলে মাসুদ রানা (২১) পর পর দুইদিন ধর্ষণ করে। এ সময় ওই ধর্ষণের অশ্লীল ভিডিও ধারণ করে আসামি মাসুদের ভাই আব্দুল মাজেদ (২৫)। পরে ওই ধারণকৃত ভিডিও ফুটেজ দেখিয়ে আবার তাকে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণের কথা বললে মেয়েটি চিৎকার করে পালিয়ে যায়। ফলে আসামিদের কাছে থাকা তার ধারণকৃত ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এলাকাবাসী জানাজানি হলে শিক্ষার্থীর অভিভাবক বিচার চেয়ে না পেয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আসামি করে মামলা দাযের করেছে সংশ্লিষ্ট থানায়। উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পিতার অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানব জমিন

মন্তব্য করুন