একটি কুচক্রী মহলের হয়রানির শিকারে পরিণত হয়েছেন কুমিল্লার রাজগঞ্জেরদেশওয়ালীপট্টির শহীদ মুক্তিযোদ্ধা শচীন্দ্র সাহার পরিবার। স্বার্থান্বেষী মহলটি যেনতেনভাবে শহীদ পরিবারের সম্পত্তি আত্মসাৎ করার জন্য নানা ফন্দিফিকির আঁটছে। তারা এই পরিবারটিকে উৎখাত করতে চেয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্পদলোভীদের ষড়যন্ত্রে শহীদ মুক্তিযোদ্ধা শচীন্দ্র সাহার স্ত্রী স্নেহবালা সাহা এবং তাদের একমাত্র পুত্র প্রদীপ সাহা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ষড়যন্ত্রকারীরা মাতা-পুত্রকে সম্পত্তি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাদের বলা হচ্ছে, সম্পত্তি ছেড়ে না দিলে মা-পুত্রকে জীবনে মেরে ফেলা হবে। শুধু তাই নয়, সম্পত্তি থেকে তাদের উচ্ছেদের জন্য নানা মামলা করে হয়রানি করা হচ্ছে এবং আর্থিক অবস্থা করুণ থাকায় মামলা চালাতে তারা হিমশিম খাচ্ছে। বিধবা পরিবারটি প্রতিবারই মামলা জিতলেও পরবর্তী সময়ে আবার মামলা করছে হয়রানি করার জন্য। একের পর এক মামলায় জড়িয়ে পড়ে বিধবা স্নেহবালা এখন দিশেহারা। কপর্দকহীন স্নেহবালা নানা মহলের কাছে সুবিচার চেয়েও ব্যর্থ হচ্ছেন। সবাই তাকে আশার বাণী শুনালেও কার্যক্ষেত্রে কোনও সুবিচার পাচ্ছেন না। হয়রানি থেকে রক্ষা পেতে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

দৈনিক মাতৃভূমি, ৬ জানুয়ারি ২০০২

মন্তব্য করুন