মনোহরদী উপজেলার ক্ষিদিরপুর ইউনিয়নের রামপুর বণিকপাড়ায় সম্প্রতি ১৫/২০ জন দুর্বৃত্তের একটি দল বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ৫ বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির লোকজনকে বিশেষ করে মহিলাদের মারধর করে ঘরের জিনিসপত্র ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। সন্ধার পর এ সশস্ত্র দুর্বৃত্তের দল হরিদাশ বণিকের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীর কানের স্বর্ণের রিং ও হাতের চুড়ি নিয়ে যায় এবং বাড়ির লোকজনকে মারপিট করে। এ বাড়ি থেকে প্রায় ১০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। নিতাই পদ বণিকের বাড়ি থেকে তার স্ত্রীর কানের রিং দিতে দেরি হওয়ায় কান ছিড়ে রিং দুটি নিয়ে যায়। সেই সাথে নিয়ে যায় নগদ ১ লাখ ৫ হাজার টাকা এবং যাওয়ার সময় ড্রেসিং টেবিলটি ভাংচুর করে তারা। ধীরেন্দ্র বণিকের বাড়িতে তার স্ত্রীকে মারধর করে কাপড়-চোপড় ও নগদ টাকা-পয়সা নিয়ে যায়। শীলবাড়িতে হামলা চালিয়ে বাড়িটি তছনছ করে এবং সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। নিখিল দাসের বাড়িতেও হামলা চালানো হয়। তবে এ বাড়ি থেকে কোন কিছু নিতে পারেনি।
সংবাদ, ২০ অক্টোবর ২০০১