কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ একটি কবিতা, ছাপা হয়েছিলো ‘দৈনিক সংবাদ’ পত্রিকায়। কবিতাটি ছিলো বিভিন্ন ধর্মের নবী ও অবতারদের নিয়ে রচিত। ২৪ ফেব্রুয়ারিতে (১৯৭৪) তে কবিতাটি সংবাদের সাহিত্য পাতায় ছাপা হলে ঢাকা কলেজের এক শিক্ষক কবির বিরুদ্ধে মামলা করেন। এরপরেই কবির বিরুদ্ধে ধর্মবাদীরা কবির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী শুরু করে। ১১ই মার্চ ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে কবিকে গ্রেফতার করা হয়।১৯৭৪ এর ২০শে মে সন্ধ্যায় তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং ’৭৪-এর ২১শে মে বঙ্গবন্ধুর বিশেষ নির্দেশে সুকৌশলে কলকাতা-গামী একটি ফ্লাইটে তাকে তুলে দেয়া হয়।কথিত আছে যে কবিতাটি বায়তুল মোকারামের সামনে কবি নিজ হাতে ঝুলিয়ে দিয়ে আসেন।