ভোলায় মোটামুটিভাবে শঙ্কামুক্ত পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ কার্যালয়, দলের নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে জানা গেছে। গত দুদিনে এখানে প্রথম আলোর জেলা প্রতিনিধিসহ তিনজন সাংবাদিকের বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জে গত মঙ্গলবার সন্ত্রাসীরা স্থানীয় অতুল কুমারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা অমল ও দীলিপ নামের দুজনকে মারধর করে। মারাত্মকভাবে আহত দুজন বর্তমানে বরিশালে গিয়ে আশ্রয় নিয়েছে। এছাড়া গত মঙ্গলবার রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী দৈনিক যুগান্তরের ভোলা জেলা প্রতিনিধি অমিত রায় অপুর বাড়িতে গিয়ে তার খোঁজ করে। তাকে না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে ও কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের ভয়ে অপু বর্তমানে আত্মগোপন করে আছেন। অজ্ঞাত স্থান থেকে তিনি টেলিফোনে এই অভিযোগ জানিয়েছেন।

প্রথম আলো, ৪ অক্টোবর ২০০১

মন্তব্য করুন