কিশোরগঞ্জের ভৈরবে হজ্ব নিয়ে ভিন্নমত পোষণ ও প্রকাশ করায়  মারেফতি তরিকার এক পীরের বিরুদ্ধে কথিত ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগের গুজব রটিয়ে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। 

জানা গেছে, মৌলবাদীদের প্ররোচনায় ধর্মান্ধ সাধারণ মানুষ একত্র হয়ে ৫ ডিসেম্বর মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ থেকে পীর আবুল বাসারের ফাঁসির দাবী করা হয়।

পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে আবুল বাশারের শাস্তির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশ চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করলেও ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় পীর আবুল বাশারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

আবুল বাশারের বাড়ি ভৈরবের উমনাথপুর গ্রামে। ঘটনার পর তার বাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়।

গত কয়েকদিন আগে ভৈরবের পীর আবুল বাশার হবিগঞ্জের এক ওয়াজ মাহফিলে হজ নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন।  মাহফিলে তিনি বলেন, তার মাজারে গেলেই গোনাহ মাফ হয়, অভাব দূর হবে। মক্কা-মদিনায় কিছু নেই। ওমরা কি তোর বাপ লাগে? কেন ওমরা করতে যাস? আমার মাজারে আসলেই তোদের গুনাহ মাফ হবে।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাদী হয়ে আবুল বাশারের বিরুদ্ধে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ইমাম পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছেন বলে স্বীকার করেন। তিনি জানান, বিষয়টির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

যুগান্তর

মন্তব্য করুন