কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আশিক (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের।

শনিবার (১০ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন মেয়েটির পিতা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীটিকে জালুয়াপাড়া গ্রামের হাইদুল ইসলামের বখাটে ছেলে আশিক প্রায়ই উত্যক্ত করতো। গত ৮ জুলাই বিকালে মেয়েটি তার চাচার গরুর খামারে গেলে আশিক তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে আশিক পালিয়ে যায়। পরে মেয়েটিকে শুক্রবার (৯ জুলাই) রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে শনিবার (১০ জুলাই) সকালে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের সব চেষ্টা চলছে।

অধিকার নিউজ

মন্তব্য করুন