কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করেছে শাহাদাত হোসেন রিশাদ (২০) নামে এক যুবক। আর এ ধর্ষণের ঘটনায় ১১ অক্টোবর রোববার বিকালে চৌদ্দগ্রাম থানায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহাদাত হোসেন রিশাদকে আটক করে। আটক রিশাদ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জন চাকমা বলেন, উপজেলার ছোটখীল গ্রামের ওই তরুণীর সঙ্গে রিশাদের ১৫ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এর সূত্রে ধরে রিশাদ ওই তরুণীকে ৯ অক্টোবর কৌশলে রিশাদের চাচাতো ভাইয়ের ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে তরুণীকে বিয়ে না করে টালবাহানা করে বাড়িতে পাঠিয়ে দেয়। রোববার বিকালে তরুণীর মা চৌদ্দগ্রাম থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহাদাত হোসেন রিশাদকে গ্রেফতার করে।

যুগান্তর

মন্তব্য করুন