কুমিল্লার লাকসামে ওরশকে কেন্দ্র করে বসা মেলায় দুই পক্ষের সংঘর্ষে তিন যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিয়াপুরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, কালিয়াপুর দরবার শরীফের ওরশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় মেলা বসে। করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে মেলায় শত শত দোকান বসে। এতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। সন্ধ্যায় কয়েকজন যুবক মেলায় বাঁশি কিনে বাজাতে গেলে পার্শ্ববর্তী ইসলামপুর এলাকার কামালের ছেলে বায়েজিদ এবং আবু তাহেরের ছেলে ইসরাফিল মেলার দোকানি সাদেকসহ ১০/১২ জনের ওপর অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে ছুরিকাঘাতে হামিরাবাগ এলাকার মেম্বার বেলায়েতের ছেলে আব্দুর রহমান (২০), তাজুল ইসলামের ছেলে ইউসুফ (১৯) ও একই এলাকার ইসমাইল হোসেন হৃদয় (১৮)-সহ ৬-৭ জনকে আহত হন। গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে লাকসামে পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেলা অব্যাহত থাকলে যেকোনও সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, অনুমোদন ছাড়াই এ মেলা বসানো হয়েছে। ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন