কুষ্টিয়ার ভেড়ামারায় ফেসবুকে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদকে নিয়ে কথিত ‘কটূক্তি’র গুজব ছড়িয়ে নারায়ণ কর্মকার নামের এক হিন্দু যুবককে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ভিক্টিম যুবক নিরাপত্তা দেয়ার পরিবর্তে নিবর্তনমুলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।

 

১০ জুলাই শুক্রবার সকালে ভেড়ামারা মোকারিমপুর মুন্সিগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভেড়ামারা মডেল থানা পুলিশ। নারায়ণ ভেড়ামারা মোকারিমপুর মুন্সিগেট এলাকার সুবোদচন্দ্র কর্মকারের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল আটকের তথ্য নিশ্চিত করে জানান, মহানবী হযরত মুহাম্মদ (স:)-কে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয় নারায়ণ কর্মকার। এ ঘটনায় ৯ জুলাই বৃহস্পতিবার ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডি জার্নাল

মন্তব্য করুন