খুলনা মহানগরীর খালিশপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ পেয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

 

২৫ মে দিনগত রাতে খালিশপুর নিউমার্কেট এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো খালিশপুর বঙ্গবাসী স্কুল গলির বাসিন্দা সাঈদ (৩৫), পিপলস গেট রেললাইন এলাকার বাসিন্দা নুরুজ্জামন (৩৫), সুমন (১৮) ও পিপলস পাঁচতলা এলাকার বাসিন্দা নাজমুল (২০)।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ভিকটিম থানায় অভিযোগ দায়ের করলে বুধবার অভিযুক্ত চার জনকে খালিশপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চার জনের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

খালিশপুর থানা সূত্রে জানা গেছে, ভিকটিম (২৫) সোনাডাঙ্গা এলাকার বসিন্দা। তিনি খালিশপুর এলাকায় তার আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গতিরোধ করে দুর্বৃত্তরা খালিশপুর নিউমার্কেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বুধবার ভিকটিম থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। তিনি খুলনা মেডিক্যাল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছেন।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন