খুলনার পাইকগাছায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত যুবকের এক বছর কারাদণ্ড প্রদান করেছেন ।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রবিবার (২২ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় সাজা প্রদান করেন।

এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রবিবার ভোরে ওই ছাত্রী মক্তবে পড়তে যাওয়ার পথে আলী আকবার মোড়লের ছেলে রুস্তম আলী মোড়ল (২৬) শিশুটির মুখ চেপে ধরে শ্লীলতাহানির উদ্দেশ্যে বাগানের দিকে নেয়ার চেষ্টা করে।

মেয়েটির চিৎকারে মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়া মুসল্লীরা শুনতে পায়। মুসল্লীরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং রুস্তমকে পাকড়াও করে। এরপর রুস্তমকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবক রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন