খুলনায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বইসহ ১৩টি মোবাইল জব্দ করা হয়েছে।

 

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে নগরীর লবণচরা এলাকায় একটি ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় আল্লাহর দলের লবণচরা থানা নায়েক হাফিজুর রহমানসহ ৮ জনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, খুলনায় ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৩৫ সদস্যকে আটক করা হয়েছে।

সময় নিউজ টিভি

মন্তব্য করুন