গাজীপুরের কালিয়াকৈরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।২০ জানুয়ারি সোমবার রাতে উপজেলার বাগচাপাইর সীমারপাড় এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হলেন, কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর সীমারপাড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে রহিম মিয়া (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর সীমারপাড় এলাকার ওই শিশু কালিয়াকৈরে একটি স্কুলের নার্সারীতে পড়ে। গত ৪ ডিসেম্বর বিকেলে ওই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বাড়ির রহিম মিয়া চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে তার বাড়ির টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুটির চিৎকারে তার মা এগিয়ে গেলে রহিম দৌঁড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর দাদা আবুল কাশেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নলোয়া এলাকার তার চাচাত বোনের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে রহিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

পরিবর্তন

মন্তব্য করুন