র্যাবের সঙ্গে কথিত `বন্দুকযুদ্ধে’ শের আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব তাকে জলদস্যু হিসেবে অভিযুক্ত করেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শের আলী (৩০) বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল এলাকার বাসিন্দা বলে তিনি জানান। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা আছে।
এএসপি মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সরল ব্রিজের কাছে একদল জলদস্যু ডাকাতির জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে র্যাবের টহল দল ওই পথে যাওয়ার সময় জলদস্যুরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শের আলীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ১৩টি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, শের আলী নিজস্ব দল তৈরি করে সাগরে ট্রলার ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা দায়ের আছে।