কক্সবাজারের উখিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‍্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, বুধবার মধ্যরাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া দীঘিরপাড় এলাকায় এই গোলাগুলি হয়।

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার আবুল মনসুরের ছেলে।

উইং কমান্ডার আজিম বলেন, “দীঘিরপাড় এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।

“একপর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় দেশে তৈরি একটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা।”

তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান র‍্যাব কর্মকর্তা। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন