চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের জ্যেষ্ঠপুরা গ্রামে ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে শাক্যমুনি বৌদ্ধবিহারে নগদ টাকা চুরি হয়েছে। এ সময় বিহারের মন্দিরে মূর্তির চীবরে (বস্ত্র) আগুন ধরিয়ে দেয় চোরেরা।

স্থানীয় লোকজন জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শাক্যমুনি বৌদ্ধবিহারে একদল চোর হানা দেয়। এ সময় তারা মন্দিরের দানবাক্স ভেঙে টাকাপয়সা লুট করে। বৌদ্ধমূর্তির গায়ে থাকা চীবরে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, রাতে চোরেরা ওই মন্দিরের দানবাক্স ভেঙে পাঁচ-ছয় হাজার টাকার মতো নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা চীবরে আগুন ধরিয়ে দেয়। এতে অবশ্য মূর্তির কোনো ক্ষতি হয়নি।’
এ ব্যাপারে মন্দিরের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ বড়ুয়া বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা করেছেন।

প্রথম আলো

মন্তব্য করুন