মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সাইফ উদ্দিন খান সাবু ​(৪৯) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির শেখ ইব্রাহিম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে সাবু নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গে আসা স্বজনরা জানিয়েছেন, মসজিদ কমিটির দ্বন্দ্বের জের ধরে তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তাকে হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।’

সাইফ উদ্দিন খান সাবু পশ্চিম গহিরা এলাকার মৃত মুজিবুল হকের ছেলে।

সাবুর ভাই পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তিন বছর আগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যুর পর এখন পর্যন্ত কোনও কমিটি হয়নি। আমার ভাইসহ কয়েকজন সম্প্রতি কমিটি করার উদ্যোগ নেন। পাশাপাশি কমিটি হওয়ার আগ পর্যন্ত মসজিদের কোনও কাজ না করার জন্য নিষেধ করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজ মসজিদের কাজ করতে গেলে আমার ভাই বাধা দেন। এই ঘটনার জের ধরেই তাকে গুলি করা হয়।’

এ সম্পর্কে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, ‘মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে পশ্চিম গহিরা এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন