বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

৩০ নভেম্বর শনিবার নগরীর বাহির সিগন্যাল ও বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- বাসের সুপারভাইজার আলী আব্বাস (৩৫), হেলপার ভুট্টো (৩৪) ও চালক এহসান করিম (২৮)।

গোয়েন্দা কর্মকর্তা আসিফ বলেন, “সুপারভাইজার আব্বাস হেলপারকে দরজা বন্ধ করে বাসটি দ্রুত চালাতে বলে। মেয়েটি চিৎকার করায় বাসের চালক নামিয়ে দিতে বলে।”

২৭ নভেম্বর বুধবার পটিয়ায় বোনের বাসা থেকে নগরীতে ফেরার পথে বহদ্দারহাট এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে যৌন হয়রানির শিকার হন জানিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ওই শিক্ষার্থী।

যাত্রীরা সবাই নেমে পড়লেও ২ নম্বর গেটের গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে ওই বাসের চালকের সহকারী বাসটির দরজা আটকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ তার।

এক পর্যায়ে ছাত্রীটির চিৎকার ও বাধার মুখে তাকে চলন্ত বাস থেকে নামিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

বিডি নিউজ

মন্তব্য করুন