চাঁদপুরের কচুয়ার কৌশলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের ভাতিজিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ৩০ মে রোববার ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত শাহীন সর্দারকে আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার মীমাংসা ও আলামত নষ্ট চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই বাড়ির মোড়ল জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত ১৬ মে ওই শিশুকে চাচা সম্পর্কে একই বাড়ির শাহীন সর্দার সুকৌশলে তার বাড়িতে ডেকে হাত-পা বেঁধে যৌন নির্যাতন করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেয়। দুই দিন পর তার মা পারভীন বেগমকে বিষয়টি জানালে তাকে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে ১ লাখ টাকায় রফাদফা করার চেষ্টা করা হয়। পরে ভুক্তভোগীর পরিবার ওই রায় না মানায় আইনের আশ্রয় নেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন সর্দার গা-ঢাকা দিয়েছেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শিশুটির পরিবারের এজাহারের ভিত্তিতে তাকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মোড়ল জাহাঙ্গীর আলম ঘটনার আলামত নষ্ট ও মীমাংসার কাজে সহযোগিতার অপরাধে তাকে আটক করা হয়েছে।