চাঁদপুরের হাজীগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সুলতান কবিরাজ (৬৫)। ধর্ষক লোধপাড়া গ্রামের মৃত রমজান আলী কবিরাজের ছেলে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামে নিজ বাড়িতে ওই শিশুকে ধর্ষণ করেন সুলতান কবিরাজ নামে ওই বৃদ্ধ। পরদিন এই ঘটনায় থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
রনি বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত সুলতান কবিরাজকে বুধবার আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মেডিকেল রিপোর্টের জন্য মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।