চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে ২ কলেজ শিক্ষক ও একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছেন- ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম (৪০), কলেজের আইসিটি শিক্ষক মো. নোমান সিদ্দিকী (৩৫) এবং পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষক এবিএম আনিছুর রহমান (৪০)।

 

২০ জুলাই সোমবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ কয়েকজনের বিরুদ্ধে ভুয়া আইডি খুলে অপপ্রচারের অভিযোগে দু’টি জিডি করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার এবং আরও একটি জিডি করেন হান্নান নামের আরেক শিক্ষক।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ফেইসবুক আইডি থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে গুজব এবং অপপ্রচার ছড়ানোয় অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও হান্নান নামের আরেক শিক্ষক জিডি করেন। অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পাওয়ায় আমরা মামলা করি। এরপর আমাদের তদন্তকারী কর্মকর্তা নিরবচ্ছিন্নভাবে তদন্ত কাজ চালিয়ে যান। একপর্যায়ে কিছু ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে সার্চ ওয়ারেন্টের জন্য আমরা আদালতে একটি আবেদন দেই। আদালতের সার্চ ওয়ারেন্ট পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইটি সেকশনে অভিযান পরিচালনা করি। আমাদের গোয়েন্দা তথ্যের সত্যতা অনুযায়ী ওই সময় কলেজ বন্ধ থাকা সত্বেও ওইখানে আমরা তিনজন শিক্ষককে পাই।

তিনি বলেন, ওই কলেজের ইসলামিক ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর, কলেজের আইসিটি শিক্ষক মো. নোমান সিদ্দিকী এবং পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষক এবিএম আনিছুর রহমানকে ‘জয় আহমেদ’ নামের একটি ফেইসবুক আইডি থেকে এ ধরনের কার্যক্রম চালানোর সময় হাতেনাতে আটক করেছি।

সমকাল

মন্তব্য করুন