চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে তৃতীয় শ্রেণির একজন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে দুই ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, গ্রাম্য সালিশের মাধ্যমে ধর্ষণচেষ্টার ঘটনা মিটমাটের অপপ্রয়াস চালিয়েছিল তারা। এই খবর পাওয়ার পর শনিবার (২০ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক ও মো. তুফানী এবং সালিশদার নাসির উদ্দিন ও ধর্ষণের চেষ্টাকারী মূল আসামি আব্দুস সালাম।

দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দিন সরদার জানান, ১৮ এপ্রিল ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে তৃতীয় শ্রেণির একজন স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে আব্দুস সালাম। এসময় ওই ছাত্রীর চিৎকারে সে পালিয়ে যায়। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শুক্রবার গ্রাম্য সালিশ করা হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার ভোররাতে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন