যশোরের ঝিকরগাছা উপজেলায় বাকপ্রতিবন্ধী ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহাগ (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মে) বিকালে ধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ ওই কিশোরকে ১১ মে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে।
ধর্ষণের শিকার শিশুটিকে গুরুতর অবস্থায় সোমবার রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার শিশুর বাবা জানান, সোমবার বিকালে তার মেয়ে রাধানগর বাজারের পাশে আরও কয়েক শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় বাজারের চায়ের দোকানদার কিশোর সোহাগ তাকে মিষ্টি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয় সে। মেয়েটি বাড়ি ফিরে তার মাকে ইশারায় বিষয়টি জানায়।
তিনি আরও জানান, ধর্ষণ বুঝতে পেরে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে ঝিকরগাছা থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। রাতেই মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আরিফ আহমেদ বলেন, ‘ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর মঙ্গলবার সকালে বাড়ির পাশ থেকে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ ধর্ষণের কথা স্বীকার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’