টাঙ্গাইল পৌরসভার কেন্দ্রীয় গোরস্থান এতিমখানা মাদ্রাসার এক ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে আবাসিক শিক্ষক হাফিজুল ইসলামকে (৩০) জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ২১ আগস্ট বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এ আদেশ দেন। এর আগে ২০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আবাসিক শিক্ষক হাফিজুল ইসলাম মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করে আসছিলেন। ঈদের ছুটিতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে বিষয়টি জানায়। ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষককে গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আমাদের সময়

মন্তব্য করুন