টেকনাফ উপজেলার হ্নীলা জালিয়াপাড়ায় ২৭ সেপ্টেম্বর শুক্রবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না পারলেও বিজিবির দাবি, নিহত দুই ব্যক্তিই মাদক কারবারি।

বিজিবি ২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খানের ভাষ্য, ভোর ৪টার দিকে টেকনাফের হ্নীলা বিওপির টহল দল জালিয়াপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি নৌকায় করে নাফ নদী পার হয়ে চারজন লোক জালিয়াপাড়ার দিকে যাচ্ছিল। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা নৌকাটিকে তীরে আসার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে নৌকা থেকে চারজনের মধ্যে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা।

বিজিবির ওই কর্মকর্তার দাবি, এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইউএনবি

মন্তব্য করুন