টেকনাফ উপজেলার হোয়াইক্যং শিয়াইল্যাঘোনা এলাকায় শনিবার দিবাগত রাতে (২১ জুলাই) কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত মো. হোছন (৩৯) হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আনু মিয়ার ছেলে।
পুলিশের দাবি, নিহত হোছন ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে ছয়টি মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, শনিবার রাত ১০টায় ইয়াবা ব্যবসায়ী হোছনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে মিয়ানমার থেকে ইয়াবার চালানের বেশ কিছু ইয়াবা হোয়াইক্যং শিয়াইল্যা মোরা এলাকার পাহাড়ে লুকানো অবস্থায় রয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক দিবাগত রাত ২টার দিকে ওসির নেতৃত্বে তাকে নিয়ে ওই স্থানে অভিযানে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা হোছনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।
ওসির দাবি, গোলাগুলিতে হোছন গুলিবিদ্ধ হলে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়া তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।