কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আবদুল্লাহ (২৪) নামে যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি তিনি ইয়াবা কারবারি।

৫ মে রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার আব্দুর রশিদের ছেলে।

বিজিবি জানিয়েছে, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়ি, একটি দেশিয় অস্ত্র ও নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন জানান, ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের খুরেরমুখ এলাকা দিয়ে মোটারসাইকেল যোগে ইয়াবা চালান পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম চেকপোস্ট বসায়। এ সময় মাদক কারবারীরা মোটরসাইকেল নিয়ে চেকপোস্টের কাছাকাছি এসে বিজিবিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সমকাল

মন্তব্য করুন