গত ১৯ মার্চ দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রিজ এলাকার ডিসি পার্ক সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার করা হয় ৮ বছর বয়সী শিশু নুপুরের মরদেহ। ওইদিন দুপুর থেকেই নিখোঁজ ছিল সে।
সোমবার (৩০ মার্চ) রাতে তার হত্যাকারীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও শহর ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ি পুলিশের পরিদর্শক জিয়ারুল ইসলাম। তিনি জানান, গত ১৯ মার্চ, শিশুটির মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যাকারীকে ধরতে তৎপর হয় পুলিশ। নজর রাখা হয় ওই এলাকায় আড্ডা দেওয়া ব্যক্তিদের ওপর। সন্দেহভাজনদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যতম সন্দেহভাজন ঠাকুরগাঁও নারগুন ইউনিয়নের কহরপাড়া (শুখানপুকুর) এলাকার শরিফুল ইসলামের ছেলেকে (১৬) একাধিকবার থানায় ডেকেও সাড়া পাওয়া যায়নি।
অবশেষে সোমবার রাতে তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে খুন করার বিষয়টি স্বীকার করে।
জিয়ারুল আরও জানান, স্বীকারোক্তিতে অভিযুক্ত কিশোর জানায়, সেদিন ডিসি পার্কে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করতে উদ্যত হয় সে। শিশুটি তাকে চিনতে পেরে অভিভাবকদের কাছে বলে দেবে বলে চিৎকার শুরু করে। এতে ঘাবড়ে গিয়ে সে শিশুটির গলায় থাকা স্কার্ফ দিয়ে শ্বাসরোধে হত্যার পর পাশের একটি গর্তে পুঁতে রেখে ওপরের দিকে মাটি ও আমের ডাল দিয়ে ঢেকে দেয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম ৩১ মার্চ মঙ্গলবার সদর থানায় ওই কিশোরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।