রাজধানীর ডেমরার কোনাপাড়ায় স্কুলশিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এ মামলার দুই আসামি গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীর উপস্থিতিতে ঢাকার তৃতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার ৩ মার্চ মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হত্যার শিকার দুই শিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহান ডেমরার কোনাপাড়ায় শাহজালাল রোডে পাশাপাশি দুটি বাসায় থাকত। ২০১৯ সালের ৭ই জানুয়ারি দুপুরে বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয় তারা। পরে রাতে স্থানীয় আবুলের বাড়ির ভাড়াটিয়া মোস্তফার বাসার খাটের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তে জানা যায়, দোলাকে ধর্ষণ ও নুসরাতকে ধর্ষণচেষ্টা করা হয়। পরে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। ৯ই জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোস্তফা ও আজিজুল।

ডিবিসি নিউজ

মন্তব্য করুন