ঢাকা আইনজীবী সমিতি এক সভায় নির্বাচনোত্তর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির উদ্দ্যেগে মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট এনায়েত হোসেন খান। সভায় বক্তৃতা করেন সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর, সৈয়দ রেজাউর রহমান, দেওয়ান আবুল আব্বাস ও এডভোকেট সাহারা খাতুন। বক্তারা বলেন, নির্বাচনের পর এক শ্রেণীর সুযোগ সন্ধানী দুর্বৃত্ত পরিকল্পিতভাবে প্রশাসনের ছত্রছায়ায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করে গৃহহারা করছে। দেশে বর্তমান যে সহিংস ও সন্ত্রাসী ঘটনা ঘটছে তা নির্বাচনপূর্ব তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই শুরু হয়েছে। পরবর্তীতে এই পাশবিক কার্যকলাপ আরও ব্যাপকতা লাভ করে।

দৈনিক জনকন্ঠ, ১৯ অক্টোবর ২০০১

মন্তব্য করুন