দিনাজপুরের বীরগঞ্জে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. ইসমাইল হোসেন (৩৭) নামে এক মাদরাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে ৯ এপ্রিল মঙ্গলবার রাতে ছাত্রের অভিভাবক বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাদরাসার সুপারকে গ্রেফতার করে।
নিপীড়ক মো. ইসমাইল হোসেন বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।
নিজপাড়া ইউনিয়নের হাবলুহাট দারুল আইতাম দুস্থ শিশু প্রতিপালন ও পুনর্বাসন কেন্দ্র এবং এতিখানার সুপার।
বীরগঞ্জ থানার এসআই এবং মামলার তদন্তকারী অফিসার মো. হক জানান, গত ৭ এপ্রিল গভীর রাতে মাদরাসার সুপার মো. ইসমাইল হোসেন নিজ কক্ষে ডেকে নিয়ে গিয়ে দুই ছাত্রকে ধারাবাহিকভাবে বলৎকার করে। বিষয়টি জানাজানি হলে ছাত্রের অভিভাবক ৯ এপ্রিল রাতে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ প্রতিদিন