দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে এক সাংবাদিককে। এ মামলায় জামিন নিতে গেলে আরেক আসামিসহ তাকে জেলহাজতে পাঠায় আদালত।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ জুন দিনাজপুরের পার্বতীপুরে অনলাইন নিউজ পোর্টাল মুক্তিনিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক মোস্তাকিম সরকার ‘দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান জমি লিখে নিয়ে চাকরি দিলেন বার্তা বাহক পদে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এবং তার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে তা শেয়ার করেন।

এ সংবাদে দিনাজপুর জেলা পরিষদ তথা সরকার ও রাজনৈতিক প্রতিষ্ঠানের বিষয়ে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

সাংবাদিক মোস্তাকিম সরকার ও অপর আসামি শফিকুর রায়হান নেতা বুধবার দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

মামলায় ডিজিটাল নিরাপত্তা বিন্যাসে মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও সহায়তা করার অপরাধের অভিযোগ আনা হয়।

দেশ রূপান্তর

মন্তব্য করুন