কথিত ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাত হানার অভিযোগে মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ১ লা সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে পিটিশন মামলার আবেদন জমা দেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল।
মামলার অভিযোগে বলা হয়, ইসলাম ধর্মের পথপ্রদর্শক হজরত মুহম্মদ (সা.) এর আদর্শ এবং পবিত্র কোরআন ওয়াজ মাহফিলের মধ্যে নাচ-গান সমর্থন করে না। ইসলামের রীতি অনুযায়ী আসামির কর্মকাণ্ড মুনাফেকির শামিল।
মামলার বাদী ইব্রাহিম খলিল বলেন, ‘বসেন বসেন বইসা যান’, ‘ঢেলে দেই’-এসব বাক্য ওয়াজে ব্যবহার করেন তাহেরী। যা সম্পূর্ণ অশ্লীল। এছাড়া এক ব্যক্তির উক্তি দিয়ে তার বিড়ি খাওয়ার দোয়াটিও ইসলামের কোথাও নেই। তার এসব বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও অবমাননা করা হয়েছে’।
আপডেটঃ
০৩ সেপ্টেম্বর ২০১৯
ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত দেওয়ার অভিযোগে মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বিচারক খারিজের আদেশে বলেছেন, ‘বাদীর দাখিলকৃত ভিডিওগুলো ধর্মীয় বক্তব্য। এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো প্রমাণ মেলেনি। বক্তব্যে আইনবহির্ভূত কোনো কিছু পাওয়া যায়নি।’
বিচারক আদেশে বলেন, ‘মামলায় দাখিলকৃত পেনড্রাইভ পর্যালোচনা করে দেখা যায়, একেকজনের মতপ্রকাশ একেক রকম। বাদীর অভিযোগ মতে, আইনের কোনো অবনতি বা ক্ষয় ঘটেনি। আমি এখানে পর্যাপ্ত কারণ পাচ্ছি না মামলা আমলে নেওয়ার। তাই মামলাটি সরাসরি খারিজের আদেশ দেওয়া হলো।’