ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা বটতলা সার্বজনীন মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ জানান, ‘শোল্লা বটতলার মন্দির প্রাঙ্গণে ২৫/৩০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করেন শিল্পীরা। আসছে ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পূজাকে সামনে রেখে বেশ কয়েকটি প্রতিমা তৈরি করে রেখেছিলেন তারা। শনিবার রাতে দুষ্কৃতিকারীরা মন্দিরের সীমানা প্রাচীর টপকে ভেতরে থাকা মাটির ৬টি সরস্বতী প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলে। এছাড়া লক্ষ্মী মন্দিরের ভেতরে থাকা লক্ষ্মী প্রতিমার কয়েকটি অংশ ভেঙে চলে যায়।’
১৪ ফেব্রুয়ারি রোববার সকালে এমন দৃশ্য দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয় বলেও জানান তিনি।
খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অনুপম দত্ত নিপু। তারা এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে।’