খেলনা দেয়ার কথা বলে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে আমিন উদ্দিন (২৭) নামে এক লম্পট। এ ঘটনায় বৃহস্পতিবার (২ মে) থানায় মামলা হয়েছে। বিকালে লম্পট আমিন উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। আমিন উপজেলার কামারদহ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) শিশুটি বাড়ির পাশের বাগানে তার মায়ের সঙ্গে বসে ছিল। এ সময় প্রতিবেশী আমিন উদ্দিন খেলনা দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে পাশের একটি ভুট্টাক্ষেতে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রাম্য প্রধানরা শিশুটির স্বজনদের মামলা না করতে চাপ দেয়ার পাশাপাশি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে বৃহস্পতিবার শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
প্রথম পাতা টাইমলাইন যৌন নিপীড়ন নাটোরের বড়াইগ্রামে খেলনা দেয়ার কথা বলে ডেকে নিয়ে সাত বছরের শিশুকে...