নাটোরের গুরুদাসপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার খিদিরগোরিলা (পাবনাপাড়া) গ্রামের মাহমুদ আলীর ছেলে রনি (১৭) ও মৃত জুলমত শেখের ছেলে জরিফ (৩৮)।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার খিদিরগোরিলা (পাবনাপাড়া) থেকে প্রায় ৩০ জন যুবক একটি পিকআপভ্যানে করে পার্শ্ববর্তী রাথুরিয়া এলাকায় ওরসের মেলায় যাচ্ছিলেন। পথে কান্দাইল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই পিকআপভ্যানে থাকা কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ১২ জন ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রনি ও দুপুরে জরিফের মৃত্যু হয়।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন ১০ জনের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি মোজাহারুল ইসলাম।
বাংলা নিউজ

মন্তব্য করুন